নওশাবার ফেসবুক হ্যাকড, উদ্ধারে পুলিশ

১৫ ফেব্রুয়ারি, ২০২০ ১২:৫০  
অভিনেত্রী নওশাবা আহমেদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। তিনি তার ফেসবুকে প্রবেশ করতে পারছেন না। এতে প্রতিনিয়ত আতঙ্ক বোধ করছেন নওশাবা। তবে পুলিশের সাইবার ক্রাইম শাখা অ্যাকাউন্টটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান নওশাবা। জানা গেছে, কদিন আগে নওশাবার নামে ফেসবুকে বেশ কয়েকটি নকল অ্যাকাউন্ট খোলা হয়। সেই অ্যাকাউন্টগুলো থেকে তার পরিচিতজন ও বন্ধুদের সঙ্গে যুক্ত হতে চেষ্টা করা হয়। বন্ধুদের মধ্যে কয়েকজন বিষয়টি নওশাবাকে অবহিত করলে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়ে সবাইকে সতর্ক করেন। তার পরেই হঠাৎ তার অ্যাকাউন্টটি বেহাত হয়ে যায়। এ বিষয়ে নওশাবা বলেন, ‘আমি বিখ্যাত কেউ নই। জীবনযুদ্ধে ধরাশায়ী একজন অভিনেত্রী। আমার অ্যাকাউন্ট হ্যাক করে কার কী লাভ, জানি না।’